কেশব দত্তের হকি স্টিক আর কথা বলবে না আজকের খেলাধুলোর প্রতিবেদন : সোনা জয়ী অলিম্পিয়ান হকি খেলোয়াড় কেশব দত্ত চলে গেলেন। বয়স হয়েছিল ৯৬বছর । লাহোরে জন্ম হয় ১৯২৫ সালে । লেখাপড়ার পাশে খেলাধুলোর প্রতি আগ্রহ ছোটোবেলা থেকে । ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসের সঙ্গে হকিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন । খেলেছেন টেনিস ।
লাহোর থেকে মুম্বাই চলে আসেন ১৯৫০ সালে । দু বছর বাদে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসা। ১৯৪৮সালে লন্ডন ও ১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিক গেমসে সোনা জয়ী ভারতীয় দলের সফল খেলোয়াড় । হেলসিংকি অলিম্পিক গেমসে তিনি সহ আধিনায়ক ছিলেন । কলকাতায় পরট
খেলার পরে মোহনবাগান ক্লাবে দীর্ঘদিন খেলেছেন । রাজ্য সরকার সম্মানিত করে। বেঙ্গল ইয়ং স্পোর্টস জার্নালিস্টস ক্লাব ওর কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব জীবন কৃতি সম্মান দেওয়া হয় । মোহনবাগান রত্ন পান ২০১৯ সালে । তাঁর প্রয়ানে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া মহলে ।
Comments